Friday, July 14, 2017

শ্বশুর ও শাশুড়ি / ড. মোহাম্মদ আমীন


‘শ্বশুর’ ও ‘শাশুড়ি’ বানান নিয়ে আমার মতো ঝামেলায় কেউ পড়েছে কি না জানি না। অামার এক শিক্ষক বুদ্ধি দিলেন ঝামেলা মুক্তির। অশ্বের ‘শ্ব’ এবং ‘শিশুর’ শুর মিলে হয় শ্বশুর।‘শাশুরি’ বানান লিখতে গেলে প্রথমে ‘শাল’ এর কথা মনে করবে। তারপর, ‘শাল’ এর ‘শা’ ‍এর পাশে মুড়ি (আবরণ) বসিয়ে দাও। ব্যাস, শাশুড়ি পেয়ে যাবে। আরও সহজভাবে বলা যায় :
১.শ্বশুর (শ্ব+ শুর) :  অশ্ব শিশুর মালিক|
২.শাশুড়ি( শা +শু+ড়ি) : শালে শুয়ে মুড়ি। 

No comments:

Post a Comment