অ-কার এবং ও-কার / ড. মোহাম্মদ আমীন


বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে, যা 'অ'-ধ্বনির বিবৃত ও সংবৃত উচ্চারণের জন্য অনেক সময় অর্থ অনুধাবনে বিভ্রান্তি দেখা যায়। তাই ওই পদগুলোর অর্থ অনুধাবনে বিভ্রান্তি এড়াতে 'অ'-ধ্বনির সংবৃত উচ্চারণ বুঝানোর জন্য 'ও'-কার ব্যবহার করা হয়। উদাহরণ হিসেবে 'ভাল' শব্দটি উল্লেখ করা যায়। যখন 'ভাল' শব্দটির অন্ত্য-'অ'-এর উচ্চারণ বিবৃত (ভাল্) হয়, তখন শব্দটি দ্বারা 'কপাল'; 'ভাগ্য' ইত্যাদি বুঝায়। আবার 'ভাল' শব্দটির অন্ত্য-'অ'-এর উচ্চারণ সংবৃত (ভালো) হলে শব্দটি দ্বারা গুণ বুঝানো হয়। তাই 'ভাল' শব্দটি গুণ হিসেবে ব্যবহৃত হলে অন্ত্য-'অ'- এর সংবৃত উচ্চারণ বুঝাতে শেষে 'ও'-কার লেখা হয়।  
তবে যেসকল শব্দে 'অ'-ধ্বনির বিবৃত ও সংবৃত উচ্চারণের জন্য অর্থগত কোনো সমস্যা দেখা দেয় না, সেসকল শব্দে 'ও'-কার ব্যবহার সমীচীন নয়।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন