Posts

Showing posts from August, 2016

যত দোষ নন্দঘোষ / ড. মোহাম্মদ আমীন

প্রবাদের নন্দ ঘোষ শ্রীকৃষ্ণের পালক পিতা । হিন্দু ধর্ম অনুযায়ী যুগ চারটি । যথা - সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি । হিন্দু ধর্মের মিথ অনুযায়ী, দ্বাপর যুগে যখন অধর্ম বেড়ে গিয়েছিল, তখন অধার্মিকদের বিনাশ ও ধর্ম রক্ষার জন্য অবতাররূপে শ্রীকৃষ্ণের জন্ম হয় । শ্রীকৃষ্ণের মামা কংশ দৈববাণীতে জানতে পারেন তার বোন দেবকীর অষ্টম গর্ভজাত সন্তান তার মৃত্যুর কারণ হবে। তখন কংস শ্রীকৃষ্ণের বাবা-মা যথাক্রমে বাসুদেব ও দেবকীকে কারাগারে বন্দি করে রাখেন। দেবকীর অনেক সন্তান জন্ম হয়, কংস দেবকীর সাত সন্তানকে হত্যা করেন । অষ্টম সন্তান শ্রীকৃষ্ণ যখন জন্ম গ্রহণ করে তখন বাসুদেব তাকে গোকুলে নন্দ ঘোষের গৃহে রেখে আসে । পৌরাণিক কাহিনিমতে, প্রচণ্ড ঝড়ের রাতে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন । কারাগৃহের তালা অলৌকিকভাবে খুলে যায়, প্রহরী গভীর ঘুমে আছন্ন হয়ে পড়ে। বাকি অংশ গবেষণা, প্রাতিষ্ঠানিক অধ্যয়ন, মাতৃভাষা জ্ঞান, প্রাত্যহিক প্রয়োজন, শুদ্ধ বানান চর্চা এবং বিসিএস-সহ যে-কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অতি প্রয়োজনীয় কয়েকটি লিংক : শুবাচ লিংক শুবাচ লিংক /২ শুদ্ধ বানান চর্চা লিংক/১ শুদ্ধ বানান চর্চা লিংক/২ শুদ্ধ বানান চর্চা লি

আনারস / ড. মোহাম্মদ আমীন (সংগ্রহে ড. রচনা চয়ন)।

আন + রস = আনারস।‘রস’ শব্দের প্রভাবে পর্তুগিজ শব্দ ‘আনারস’। [ বিমিশ্রণ] আহ্! কী রস, আনারসে। ওরা বলেন, ‘আর্মচেয়ার’ আমরা বলি ‘আরাম-চেয়ার’, আর্ম রেখে এত আরাম করে বসার বস্তুটির এমন কার্যকর নাম বাঙালি ছাড়া আর কে দিতে পারে অত কারুকার্যময় দ্যোতনায়। ‘মার্তবান দ্বীপের কলা’; অত লম্বা করে বলার প্রয়োজেন কী! তাই আমরা বলি ; মর্তবান কলা।   স্কুলে আমি ভুল করে লিখেছি কয়েক বার বর্তমান কলা।রমণী স্যার খুশি হতে পারেননি। কী লজ্জা! ‘মার্তবান দ্বীপের কলা’ যদি মর্তবান হয় তো, মর্তবান, বর্তমান হলে দোষ কী?   দোষ আছে। এ কলা শিল্পকলা নয়, মর্তবান কলা। বর্তমান কলার কেবল একটি অন্য নাম হতে পারে; সেটি-ছলাকলা।   শৃ+ উল = শিয়াল; এমন হলে কেউ দোষ দিতেন না, কাউকে; তবু এমন হয়নি। হয়েছে- শৃ+ ঊল (উলচ্) = শার্দূল; এটি কিন্তু শৃগালের উল নয়; সিংহ, রীতিমতো পশুরাজের হুঙ্কার।মহাজন শব্দের আভিধানিক অর্থ ‘মহৎ যে জন’’, কিন্তু প্রচলিত অর্থ ‘সুদে ঋন-প্রদানকারী’।  আগেকার মহৎ ব্যক্তিরা সুদে অর্থ ঋণ দিতেন না কিন্তু তারা যে জ্ঞান বা মহত্ততা বিতরন করে সুদের মতো কিছু নিতেন - এর প্রমাণ মহাজন শব্দের অর্থ-পরিবর্তনে নিহিত। সম্বন্ধী শব্দের