Posts

Showing posts from October, 2014

এককথায় প্রকাশ (থ-দ)/ ড. মোহাম্মদ আমীন

থ থানার ভারপ্রাপ্ত কর্মচারী : থানাদার থর থর করে কাঁপা : থরথরানো দ দেখার ইচ্ছা : দিদৃক্ষা দেখতে ইচ্ছুক : দিদৃক্ষু দেখার যোগ্য : দ্রষ্টব্য দান করবার ইচ্ছা : দিৎসা দান করে পুনরায় যে ফেরত নেয় : দত্তাপহারী দুয়ের মধ্যে একটি : অন্যতর পুরো অংশ গবেষণা, প্রাতিষ্ঠানিক অধ্যয়ন, মাতৃভাষা জ্ঞান, প্রাত্যহিক প্রয়োজন, শুদ্ধ বানান চর্চা এবং বিসিএস-সহ যে-কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অতি প্রয়োজনীয় কয়েকটি লিংক : শুবাচ লিংক শুবাচ লিংক /২ শুদ্ধ বানান চর্চা লিংক/১ শুদ্ধ বানান চর্চা লিংক/২ শুদ্ধ বানান চর্চা লিংক/৩

পাশ ও পাস / শাহিদুল হক - শুবাচ

 পাশ ও পাস পাশে পাসেও ভিন্ন না কি ! খুকুমণি পাস করেছে আমরা লিখি পাশ পাশে পাসেও ভিন্ন না কি একই সর্বানাশ! পাশ মানে তো ধার, কিনারা প্রান্ত এবং দিক পাস মানে তো সফল হওয়া পাস করেছ ঠিক। পাশ দিয়ে সে চলে গেল মন করেছে ভার এ বছরেও আর হলো না পাস করাটা তার। পাশে পাসে ভিন্ন শিখে করব এবার পাস তা না হলে বিদ্যা ছেড়ে কাটতে হবে ঘাস। মন্তব্য : আমরা অনেকেই ‘পাশ’ আর ‘পাস’ এর সঠিক অর্থ না জেনে ‘পাস’ এর জায়গায় ‘পাশ’ লিখে থাকি। যেমন- ‘রোকেয়া গত বছর এসএসসিতে পাশ করেছে।’ এটা ভুল। শুদ্ধরূপ- ‘রোকেয়া গত বছর এসএসসিতে পাস করেছে।’ অথবা ‘ছেলেটি বিএ পাস করেছে।’ এবার আমরা দেখব, ‘পাশ’ আর ‘পাস’ এর অর্থগুলো কী। পাশ: পাশ> ১। পার্শ্ব, দিক (উত্তর পার্শ্ব), প্রান্ত, ধার, কিনারা, সামিপ্য, নিকট, পক্ষ(সে তার পাশে খেলছে) ২। প্রাচীন ভারতের যুদ্ধাস্ত্র, হিন্দু দেবতা বরুণদেবের অস্ত্র ৩। বন্ধন, ফাঁদ, জাল(মায়াপাশ) ৪। গুচ্ছ, গোছা(কেশপাশ) ৫। এড়ানো(পাশ কাটালে চলবে না) ৬। সুগন্ধি জল বা তরল দ্রব্যাদি ছিটাবার এক প্রকার পাত্র( গোলাপপাশ) ইত্যাদি। বা Side> পার্শ্ব,পাশ,পক্ষ, পার্শ্বদেশ, দেহপ

মূর্ধন্য-ণ-কাহন / ড. মোহাম্মদ আমীন

মূর্ধন্য-ণ-কাহন মনে রাখবেন ‘মূর্ধন্য-ণ‘ কিন্তু ‘দন্ত্য-ন‘ দিয়ে লিখতে হয়। এটি ণত্ব বিধানের সূত্র। তৎসম শব্দে সাধারনত র, ঋ এবং ষ ধ্বনির পরবর্তী ‘দন্ত্য-ন’ পরিবর্তিত হয়ে র্মূধন্য-ণ হয়ে যায়। তা হলে দর্শন, অর্চনা, প্রার্থনা, বর্জন, অর্জন ইত্যাদি বানানে দন্ত্য-ন কেন? কারণ, র, ঋ এবং ষ ধ্বনির মাঝখানে যদি চ, ট ও ত বর্গের ধ্বনি কিংবা ল, শ, স, ড় এবং ঢ় ধ্বনিগুলোর যে কোনও একটি থাকে তা হলে মূর্ধন্য-ণ পরিবর্তন হয়ে দন্ত্য-ন হয়ে যায়। তো `কোরান’ বানানে দন্ত্য ন কেন? বিদেশি শব্দে কখনও মূর্ধন্য-ণ হয় না। কারণ, অতদ্ভব শব্দ ণত্ব বিধান অনুসরণ করে না।

ঠুনকো শব্দের ব্যুৎপত্তি / ড. মোহাম্মদ আমীন

ঠুনকো ঠুনকো শব্দের আভিধানিক অর্থ ভঙুর।  হোক দ্রব্য বা অন্য কিছু, মূলত যা সহজে ভেঙে যায় তা-ই ঠুনকো। নিম্নমানের সম্পর্ক, চারিত্রিক নিকৃষ্টতা প্রভৃতি অর্থেও শব্দটির ব্যবহার  দেখা যায়। ‘ঠুন’ শব্দ থেকে ঠুনকো বাগ্‌ভঙ্গির উৎপত্তি। কাচ, চিনামাটির তৈজসপত্র, কাচের গ্লাস প্রভৃতি পড়ে গেলে ঠুন শব্দে ভেঙে যায়। পতনের পর যে সকল বস্তু ‘ঠুন’ শব্দ করে ভেঙে যায় সেগুলো  ঠুনকো জিনিস। ‘ঠুন’ শব্দ হতে পাওয়া ঠুনকো শব্দ এখন শুধু কাচের বা চিনামাটির তৈজসপত্রের জন্য ব্যবহৃত হয় না; যে সব জিনিস সহজে ভেঙে যায়, বা নষ্ট হয়ে যায় সে সব জিনিসের ক্ষেত্রে বাগ্‌ভঙ্গিটি ব্যবহার করা হয়। শুধু তাই নয়, মানুষের মানবিক অনুভূতির প্রকাশেও ‘ঠুনকো’ শব্দের ব্যবহার দেখা যায়। যেমন : ঠুনকো ভালোবাসা, ঠুনকো সম্মান, ঠুনকো চরিত্র প্রভৃতি।

এককথায় প্রকাশ (ণ -ত) / ড. মোহাম্মদ আমীন

 ণ ণ বা ন হওয়ার নিয়ম : ণত্ববিধান ণিচ্ প্রত্যয় যুক্ত : নিজন্ত নিজন্ত ধাতুর রূপান্তরের নিয়মাবলী : ণিজন্ত প্রকরণ গবেষণা, প্রাতিষ্ঠানিক অধ্যয়ন, মাতৃভাষা জ্ঞান, প্রাত্যহিক প্রয়োজন, শুদ্ধ বানান চর্চা এবং বিসিএস-সহ যে-কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অতি প্রয়োজনীয় কয়েকটি লিংক : শুবাচ লিংক শুবাচ লিংক /২ শুদ্ধ বানান চর্চা লিংক/১ শুদ্ধ বানান চর্চা লিংক/২ শুদ্ধ বানান চর্চা লিংক/৩ নাটোর জেলার নামকরণ চকরিয়ার ইতিহাস ও ঐতিহ্য মানিকগঞ্জ জেলার নামকরণ ও ঐতিহ্য হাতিয়া উপজেলার নামকরণ ইতিহাস ও ঐতিহ্য পটুয়াখালী আগুনমুখা নদীর নামকরণ ভেদরগঞ্জ উপজেলা ও ইউনিয়নসমূহের নামকরণ আমিও পুলিশ ছিলাম বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ভুল আর ভুল চটি পড়বেন না পরবেন তৈরি তৈরী দুঃসংবাদ তিন শ-য়ের বাড়াবাড়ি যত দোষ নন্দ ঘোষ দুর্গাপূজার বানান দুর্গতি সবুরে মেওয়া ফলে অবাক শব্দ সবাক অর্থ উনপঞ্চাশ বায়ু চড়ুইভাতি সুধি বনাম সুধী ভাবীর মাংস  মেয়ের দুধ সাধের লাউ ভূ এবং ভুবন ইংরেজি শব্দের বাংলা আত্তীকরণ এককথায় প্রকাশ (থ-দ)এককথায় প্রকাশ (থ-দ) সন্ধি বিচ্ছেদ অঞ্জলি শব্দের ব্যুৎপত্তি প্রাক্তন ও সাবেক মার্কিন য

এককথায় প্রকাশ (ঢ-ঢ)/ ড. মোহাম্মদ আমীন

এককথায় প্রকাশ ডানা আছে যার : পক্ষি ডানার অভ্যন্তর : পক্ষপুট ডুব দিতে পটু যে : ডুবুরি বাকিগুলো : গবেষণা, প্রাতিষ্ঠানিক অধ্যয়ন, মাতৃভাষা জ্ঞান, প্রাত্যহিক প্রয়োজন, শুদ্ধ বানান চর্চা এবং বিসিএস-সহ যে-কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অতি প্রয়োজনীয় কয়েকটি লিংক : শুবাচ লিংক শুবাচ লিংক /২ শুদ্ধ বানান চর্চা লিংক/১ শুদ্ধ বানান চর্চা লিংক/২ শুদ্ধ বানান চর্চা লিংক/৩ এককথায় প্রকাশ (অ-অ) এককথায় প্রকাশ (ণ-ণ) এককথায় প্রকাশ (থ-দ) এককথায় প্রকাশ (ধ-ধ) এককথায় প্রকাশ (ন-ন) এককথায় প্রকাশ (ফ-ফ) এককথায় প্রকাশ (ব-ব) এককথায় প্রকাশ (ভ-ভ) এককথায় প্রকাশ (ব-ব) এককথায় প্রকাশ (থ-দ) এককথায় প্রকাশ (ঢ-ঢ) নাটোর জেলার নামকরণ চকরিয়ার ইতিহাস ও ঐতিহ্য মানিকগঞ্জ জেলার নামকরণ ও ঐতিহ্য হাতিয়া উপজেলার নামকরণ ইতিহাস ও ঐতিহ্য পটুয়াখালী আগুনমুখা নদীর নামকরণ ভেদরগঞ্জ উপজেলা ও ইউনিয়নসমূহের নামকরণ আমিও পুলিশ ছিলাম বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ভুল আর ভুল চটি পড়বেন না পরবেন তৈরি তৈরী দুঃসংবাদ তিন শ-য়ের বাড়াবাড়ি যত দোষ নন্দ ঘোষ দুর্গাপূজার বানান দুর্গতি সবুরে মেওয়া ফলে অবাক শব্দ সবাক অর্থ উনপঞ্চা

এককথায় প্রকাশ (ঠ-ঠ)/ ড. মোহাম্মদ আমীন

এককথায় প্রকাশ ঠাকুরের ভাব : ঠাকুরালি বাকিগুলো দেখুন : গবেষণা, প্রাতিষ্ঠানিক অধ্যয়ন, মাতৃভাষা জ্ঞান, প্রাত্যহিক প্রয়োজন, শুদ্ধ বানান চর্চা এবং বিসিএস-সহ যে-কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অতি প্রয়োজনীয় কয়েকটি লিংক : শুবাচ লিংক শুবাচ লিংক /২ শুদ্ধ বানান চর্চা লিংক/১ শুদ্ধ বানান চর্চা লিংক/২ শুদ্ধ বানান চর্চা লিংক/৩ এককথায় প্রকাশ (অ-অ) এককথায় প্রকাশ (ঠ-ঠ) এককথায় প্রকাশ (ণ-ণ) এককথায় প্রকাশ (থ-দ) এককথায় প্রকাশ (ধ-ধ) এককথায় প্রকাশ (ন-ন) এককথায় প্রকাশ (ফ-ফ) এককথায় প্রকাশ (ব-ব) এককথায় প্রকাশ (ভ-ভ) এককথায় প্রকাশ (ব-ব) এককথায় প্রকাশ (থ-দ) এককথায় প্রকাশ (ঢ-ঢ) নাটোর জেলার নামকরণ চকরিয়ার ইতিহাস ও ঐতিহ্য মানিকগঞ্জ জেলার নামকরণ ও ঐতিহ্য হাতিয়া উপজেলার নামকরণ ইতিহাস ও ঐতিহ্য পটুয়াখালী আগুনমুখা নদীর নামকরণ ভেদরগঞ্জ উপজেলা ও ইউনিয়নসমূহের নামকরণ আমিও পুলিশ ছিলাম বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ভুল আর ভুল চটি পড়বেন না পরবেন তৈরি তৈরী দুঃসংবাদ তিন শ-য়ের বাড়াবাড়ি যত দোষ নন্দ ঘোষ দুর্গাপূজার বানান দুর্গতি সবুরে মেওয়া ফলে অবাক শব্দ সবাক অর্থ উনপঞ্চাশ বায়ু চড়ুইভাতি সুধি

প্যাত্রিক মোদিয়ানো : সাহিত্যে নোবেল ২০১৪ / ড. মোহাম্মদ আমীন

c¨vwÎK †gvw`qv‡bv 2014 wLª÷v‡ã mvwn‡Z¨ †bv‡ej cyi¯‹vi jvf K‡ib c¨vwÎK †gvw`qv‡bvi| 2013 wLª÷v‡ã L¨vwZgvb †QvUMíKvi Gwjm gyb‡iv mvwn‡Z¨ †bv‡ej cvb| cÖvÄj M‡`¨ gb¯ÍvwË¡K RwUjZv dzwU‡q †Zvjvi Abe`¨ gybwkqvbvi Rb¨ Zuv‡K ÔKvbvWvi †PKfÕ ejv nq| myBwWk A¨vKv‡Wwg 2014 wLª÷v‡ãi 9 A‡±vei e„n¯úwZevi mvwn‡Z¨ ‡bv‡ej weRqx 111Zg †jLK wnmv‡e 69 eQi   eq¯‹ †gvw`qv‡bvi bvg ‡NvlYv K‡i| D‡jøL¨ †gvw`qv‡bv mvwn‡Z¨ †bv‡ej cyi¯‹vi weRqx GKv`k divwm mvwnwZ¨K| c¨vwÎK †gvw`qv‡bv 1945 wLª÷v‡ãi 30 RyjvB c¨vwi‡mi eyjb kniZwj‡Z Rb¥MÖnY K‡ib| Bûw` ag©vej¤^x wcZv Avjev‡Z©v †gvw`qv‡bv wQ‡jb BZvjxq e¨emvqx Ges gv jyBRv †Kvj‡cb wQ‡jb †ejwRqvg-Awf‡bÎx| cÖv_wgK wk¶v †kl K‡i †gvw`qv‡bv c¨vwi‡mi jywm Auwi-4 †m‡KÛvwi ¯‹y‡j fwZ© nb| †mLv‡b Aa¨qbKv‡j wZwb wk¶K wnmv‡e weL¨vZ †jLK †i‡gv KyB‡bvi m½jv‡fi my‡hvM cvb| KyB‡bvi Drmvn Avi cwiPh©v †gvw`qv‡bvi mvwnZ¨ Rxe‡bi wfwË M‡o †`q| KzB‡bv wb‡RB †gvw`qv‡bv‡K d«v‡Ýi weL¨vZ cÖKvkbv ms¯’v M¨vwjgvi m‡½ †gvw`qv‡bvi †hvMv‡hvM NwU‡q ‡`b| †gvw`qv‡bv ZiæY eq‡m   cÖvwZôvwbK Aa¨q

উপকারী গ্রুপ শুবাচ/ ফজলে রাববি - শুবাচ

উপকারী গ্রুপ শুবাচ শুবাচ গ্রুপে জয়েন্ট করেছি খুব বেশি দিন হয়নি। প্রথমে অনেকটা গুরুত্ব না-দিয়েই যুক্ত হয়েছি। তবে যুক্ত থাকার কারণে নিউজফিডে নতুন পোস্টগুলো মাঝে মাঝেই চোখে পড়ত। কখনও বা দু’একবার শখ করে ঢুঁ মারতার। এরপর ধীরে ধীরে এর অসামান্য উপকারিতা অনুভব করি। এখন কেমন যেন নতুন পোস্টের অপেক্ষায় উন্মুখ হয়ে থাকি। নতুন কোনও পোস্ট পেলেই বিশেষ করে ড. আমীন স্যারের পোস্ট গোগ্রাসে গিলতে থাকি। কিছু শেখার চেষ্টা করি। ফেসবুক এখন শুধু সময় কাটানোর জায়গা নয় শিক্ষা অর্জনের অন্যতম মাধ্যমও বটে। এ জন্য ’শুবাচ’এর কাছে কৃতজ্ঞ আমি। এর পুরো কৃতিত্ব অবশ্যই ড. আমীন স্যারের। ধন্যবাদ স্যার। ধন্যবাদ ’শুবাচ’এর সকল শুভানুধ্যায়ীদের।

এককথায় প্রকাশ (ট-ট)

এককথায় প্রকাশ (ট-ট) টোল পড়েনি যাতে : নিটোল টলে পড়ার অবস্থা : টলায়মান টলটল করছে এরূপ : টলটলায়মান বাকিগুলো গবেষণা, প্রাতিষ্ঠানিক অধ্যয়ন, মাতৃভাষা জ্ঞান, প্রাত্যহিক প্রয়োজন, শুদ্ধ বানান চর্চা এবং বিসিএস-সহ যে-কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অতি প্রয়োজনীয় কয়েকটি লিংক : শুবাচ লিংক শুবাচ লিংক /২ শুদ্ধ বানান চর্চা লিংক/১ শুদ্ধ বানান চর্চা লিংক/২ শুদ্ধ বানান চর্চা লিংক/৩ এককথায় প্রকাশ (অ-অ) এককথায় প্রকাশ (ট-ট) এককথায় প্রকাশ (ঠ-ঠ) এককথায় প্রকাশ (ণ-ণ) এককথায় প্রকাশ (থ-দ) এককথায় প্রকাশ (ধ-ধ) এককথায় প্রকাশ (ন-ন) এককথায় প্রকাশ (ফ-ফ) এককথায় প্রকাশ (ব-ব) এককথায় প্রকাশ (ভ-ভ) এককথায় প্রকাশ (ব-ব) এককথায় প্রকাশ (থ-দ)

এককথায় প্রকাশ (ঝ-ঝ) / ড. মোহাম্মদ আমীন

এককথায় প্রকাশ (ঝ-ঝ) ঝড়সহ বৃষ্টি : ঝঞ্ঝা ঝড়বৃষ্টিসহ ঘূর্ণিবাতাস : ঝঞ্ঝাবর্ত ঝাঁট দেওয়ার কাজ করে যে : ঝাঁড়ুদার বাকগুলো: ঝ ঝড়সহ বৃষ্টি : ঝঞ্ঝা ঝড়বৃষ্টিসহ ঘূর্ণিবাতাস : ঝঞ্ঝাবর্ত ঝাঁট দেওয়ার কাজ করে যে : ঝাঁড়ুদার ঝড় বা বাতাসের প্রবল ধাক্কা : ঝাপট ঝাড়া মোছা হয় যারা দ্বারা : ঝাড়ন গবেষণা, প্রাতিষ্ঠানিক অধ্যয়ন, মাতৃভাষা জ্ঞান, প্রাত্যহিক প্রয়োজন, শুদ্ধ বানান চর্চা এবং বিসিএস-সহ যে-কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অতি প্রয়োজনীয় কয়েকটি লিংক : শুবাচ লিংক শুবাচ লিংক /২ শুদ্ধ বানান চর্চা লিংক/১ শুদ্ধ বানান চর্চা লিংক/২ শুদ্ধ বানান চর্চা লিংক/৩ এককথায় প্রকাশ (অ-অ) এককথায় প্রকাশ (ঝ-ঝ) এককথায় প্রকাশ (ট-ট) এককথায় প্রকাশ (ঠ-ঠ) এককথায় প্রকাশ (ণ-ণ) এককথায় প্রকাশ (থ-দ) এককথায় প্রকাশ (ধ-ধ) এককথায় প্রকাশ (ন-ন) এককথায় প্রকাশ (ফ-ফ) এককথায় প্রকাশ (ব-ব) এককথায় প্রকাশ (ভ-ভ) এককথায় প্রকাশ (ব-ব) এককথায় প্রকাশ (থ-দ) এককথায় প্রকাশ (ঢ-ঢ)

এককথায় প্রকাশ (জ-জ) / ড. মোহাম্মদ আমীন

এককথায় প্রকাশ (জ-জ) জয়সূচক উৎসব : জয়ন্তী জয়ঘোষক শঙ্খ : জয়শঙ্খ জলযানসমূহের শ্রেণি : বহর জ্ঞানের ইচ্ছা : বিবিৎসা জ্ঞাপনের ইচ্ছা : জ্ঞীপ্সা জলৎ যে শিখা : জ্বলদর্চি জলের মতো পাতলা : পয়রা জীবিত থাকার ইচ্ছা : জিজীবিষা জনকের কন্যা : জানকি জীবন পর্যন্ত : আজীবন জরা নেই যার : অজর জানা যায় না যা : অজ্ঞেয় জন্মগ্রহণ করেছে যে : জাতক জলনিকাশের নালী : পয়ঃপ্রণালি জীবিত থেকেও মৃত : জীবন্মৃত জলমিশ্রিত চালবাটা : পিটালি জনকল্যাণের নিমিত্ত খনন ও নির্মাণকার্য : পূর্ত জাহাজের নিরাপদে থাকার স্থান : পোতাশ্রয় জীর্ণ বস্ত্র : চীর জ্যেষ্ঠ অবিবাহিত থাকা সত্ত্বেও  যে কনিষ্ঠ বিবাহ করে : পরিবেত্তা জ্যেষ্ঠ অবিবাহিত থাকা সত্ত্বেও কনিষ্ঠের বিবাহ : পরিবেদন জ্যেষ্ঠ অবিবাহিত থাকতে কনিষ্ঠের বিবাহ সংস্কারকারী পুরোহিত : পরিকর্তা জীবনের দৈনিক বিবরণ : রোজনামচা জীবন ধারণের জন্য গৃহীত বৃত্তি : জীবিকা

এককথায় প্রকাশ (ছ-ছ) / ড. মোহাম্মদ আমীন

এককথায় প্রকাশ (ছ-ছ) ======= ছড়াছড়ির ফলে নষ্ট হওয়ার অবস্থা : ছয়লাপ ছলপূর্ণ কথা : ব্যাজোক্তি ছল করে কান্না : মায়াকান্না পুরো এবং বাকি অংশ গবেষণা, প্রাতিষ্ঠানিক অধ্যয়ন, মাতৃভাষা জ্ঞান, প্রাত্যহিক প্রয়োজন, শুদ্ধ বানান চর্চা এবং বিসিএস-সহ যে-কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অতি প্রয়োজনীয় কয়েকটি লিংক : শুবাচ লিংক শুবাচ লিংক /২ শুদ্ধ বানান চর্চা লিংক/১ শুদ্ধ বানান চর্চা লিংক/২ শুদ্ধ বানান চর্চা লিংক/৩ এককথায় প্রকাশ (অ-অ) এককথায় প্রকাশ (ছ-ছ) এককথায় প্রকাশ (ঝ-ঝ) এককথায় প্রকাশ (ট-ট) এককথায় প্রকাশ (ঠ-ঠ) এককথায় প্রকাশ (ণ-ণ) এককথায় প্রকাশ (থ-দ) এককথায় প্রকাশ (ধ-ধ) এককথায় প্রকাশ (ন-ন) এককথায় প্রকাশ (ফ-ফ) এককথায় প্রকাশ (ব-ব) এককথায় প্রকাশ (ভ-ভ) এককথায় প্রকাশ (ব-ব) এককথায় প্রকাশ (থ-দ) এককথায় প্রকাশ (ঢ-ঢ)

এককথায় প্রকাশ(চ-চ)/ ড. মোহাম্মদ আমীন

এককথায় প্রকাশ(চ-চ) চক্ষুর প্রসাধন দ্রব্য : অঞ্জন চলছে যা : চলন্ত চারখণ্ডে চেরা : চৌচির চতুরঙ্গ শক্তির উপযুক্ত স্থাপনা : ব্যূহ বাকিগুলো গবেষণা, প্রাতিষ্ঠানিক অধ্যয়ন, মাতৃভাষা জ্ঞান, প্রাত্যহিক প্রয়োজন, শুদ্ধ বানান চর্চা এবং বিসিএস-সহ যে-কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অতি প্রয়োজনীয় কয়েকটি লিংক : শুবাচ লিংক শুবাচ লিংক /২ শুদ্ধ বানান চর্চা লিংক/১ শুদ্ধ বানান চর্চা লিংক/২ শুদ্ধ বানান চর্চা লিংক/৩ এককথায় প্রকাশ (অ-অ) এককথায় প্রকাশ (চ-চ) এককথায় প্রকাশ (ছ-ছ) এককথায় প্রকাশ (ঝ-ঝ) এককথায় প্রকাশ (ট-ট) এককথায় প্রকাশ (ঠ-ঠ) এককথায় প্রকাশ (ণ-ণ) এককথায় প্রকাশ (থ-দ) এককথায় প্রকাশ (ধ-ধ) এককথায় প্রকাশ (ন-ন) এককথায় প্রকাশ (ফ-ফ) এককথায় প্রকাশ (ব-ব) এককথায় প্রকাশ (ভ-ভ) এককথায় প্রকাশ (ব-ব) এককথায় প্রকাশ (থ-দ) এককথায় প্রকাশ (ঢ-ঢ)

একথায় প্রকাশ (ঘ-ঘ) / ড. মোহাম্মদ আমীন

এককথায় প্রকাশ ======= ঘন হয়েছে যা : ঘনীভূত ঘন হয়ে আসছে যা : ঘনায়মান ঘটা করে আরম্ভ : বহ্বরাম্ভ বাকি অংশ গবেষণা, প্রাতিষ্ঠানিক অধ্যয়ন, মাতৃভাষা জ্ঞান, প্রাত্যহিক প্রয়োজন, শুদ্ধ বানান চর্চা এবং বিসিএস-সহ যে-কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অতি প্রয়োজনীয় কয়েকটি লিংক : শুবাচ লিংক শুবাচ লিংক /২ শুদ্ধ বানান চর্চা লিংক/১ শুদ্ধ বানান চর্চা লিংক/২ শুদ্ধ বানান চর্চা লিংক/৩ এককথায় প্রকাশ (অ-অ) এককথায় প্রকাশ (ঘ-ঘ) এককথায় প্রকাশ (চ-চ) এককথায় প্রকাশ (ছ-ছ) এককথায় প্রকাশ (ঝ-ঝ) এককথায় প্রকাশ (ট-ট) এককথায় প্রকাশ (ঠ-ঠ) এককথায় প্রকাশ (ণ-ণ) এককথায় প্রকাশ (থ-দ) এককথায় প্রকাশ (ধ-ধ) এককথায় প্রকাশ (ন-ন) এককথায় প্রকাশ (ফ-ফ) এককথায় প্রকাশ (ব-ব) এককথায় প্রকাশ (ভ-ভ) এককথায় প্রকাশ (ব-ব) এককথায় প্রকাশ (থ-দ) এককথায় প্রকাশ (ঢ-ঢ)

এককথায় প্রকাশ (খ-খ)/ ড. মোহাম্মদ আমীন

 এককথায় প্রকাশ খ-কে দ্যুতিময় করে যে : খদ্যোত খড় দিয়ে তৈরী : খড়ো খরচের হিসেব নেই যার : বেহিসেবী খেলায় পটু : খেলোয়াড় ( তবে জানায় পটু কিন্তু জানোয়া নয়) খেয়া পার করে যে : পাটনি ক্রমশ: গবেষণা, প্রাতিষ্ঠানিক অধ্যয়ন, মাতৃভাষা জ্ঞান, প্রাত্যহিক প্রয়োজন, শুদ্ধ বানান চর্চা এবং বিসিএস-সহ যে-কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অতি প্রয়োজনীয় কয়েকটি লিংক : শুবাচ লিংক শুবাচ লিংক /২ শুদ্ধ বানান চর্চা লিংক/১ শুদ্ধ বানান চর্চা লিংক/২ শুদ্ধ বানান চর্চা লিংক/৩ এককথায় প্রকাশ (অ-অ) এককথায় প্রকাশ (আ-আ) এককথায় প্রকাশ (ই-ই) এককথায় প্রকাশ (ঈ-ঈ) এককথায় প্রকাশ (উ-উ) এককথায় প্রকাশ (ঊ-ঊ) এককথায় প্রকাশ (ঋ-ঋ) এককথায় প্রকাশ (এ-এ) এককথায় প্রকাশ (ঐ- ঔ) এককথায় প্রকাশ (ক-ক) এককথায় প্রকাশ (খ-খ) এককথায় প্রকাশ (গ-গ) এককথায় প্রকাশ (ঘ-ঘ) এককথায় প্রকাশ (চ-চ) এককথায় প্রকাশ (ছ-ছ) এককথায় প্রকাশ (ঝ-ঝ) এককথায় প্রকাশ (ট-ট) এককথায় প্রকাশ (ঠ-ঠ) এককথায় প্রকাশ (ঢ-ঢ) এককথায় প্রকাশ (ণ-ণ) এককথায় প্রকাশ (ত-ত) এককথায় প্রকাশ (থ-দ) এককথায় প্রকাশ (ধ-ধ) এককথায় প্রকাশ (ন-ন) এককথায় প্রকাশ (ফ-ফ) এককথায় প্র