হ্রস্ব-ই যাদুকরি বর্ণ / ড. মোহাম্মদ আমীন - শুবাচ


হ্রস্ব-, যাদুকরি বর্ণই তো!

বাংলা বর্ণমালায়হ্রস্ব-একটি যাদুকরি বর্ণ হিসেবে পরিচিত। কোন শব্দেবসিয়ে অর্থের যে বৈচিত্র্যময় দ্যোতনার সৃষ্টি করা যায় তা অন্যকোন বর্ণ দিয়ে সম্ভব নয়। শব্দেহ্রস্ব-দিয়ে বাক্যের অর্থ ভাব পরিবর্তনের যাদুকরি রূপটা দেখুন:

বলবই বলব। (নিশ্চয়ার্থে)
তোমাকেই বলব। (কেবল, শুধু, একমাত্র অর্থে)
তোমরা যেটাই কর, আমি কিছুই বলব না (অবজ্ঞার্থে)
বলছিই তো, আবার জিজ্ঞাসা করছ কেন। (কারণ দর্শনার্থে)
কথাটা বলেই সে দৌঁড় দিল। (তাৎক্ষণিক, সঙ্গে সঙ্গে অর্থে)
এটি বলেই তিনি সমঝোতার পথ রুদ্ধ করে দিলেন। (হেতু অর্থে)
বললেই বা কী আসে যায়! (অনিশ্চয়ার্থ পদে/ অর্থহীনতা অর্থে)
শান্তিতেই তো আছ, আর কী চাও। (মোটামোটি অর্থে)
বলতে যখন চাইছ বলেই ফেল। (বন্ধু-সুলভ অনুরোধার্থে)
আমাকে বলতেই হবে। (বক্তব্যে জোর দেয়া অর্থে)
বলেই দেই, কী বল! ( অদোষ অর্থে)
বলাই সার, কাজের কাজ কিছু হল না। (অকার্যকর অর্থে)
বদনই চাঁদ। (অভিন্নার্থে)
যদি ঝড় না হয় তো ভালোই হবে। (বাক্যকে দৃঢ় করণার্থে)
বলতে বলতেই বাগ্মী। (অভ্যাসার্থে)
বলেই যখন ফেলেছি, কী আর করব। (ক্ষমার্থে)

এরূপ আরও অনেক অর্থময় বাক্যইসৃষ্টি করা যায়। চেষ্টাই করে দেখুন।

পুনশ্চ: ফেইজ-বুক বন্ধু স্বপন মাঝিরহ্রস্ব-ব্যাখ্যাটা প্রসঙ্গে না দিলেই নয়: বঙ্গীয় শব্দার্থকোষে '' বর্ণের অর্থ দেয়া আছে- . 'অস্তিত্বের বিকাশ সাধন' . অস্তিত্বের বিকাশশীলতা; .(ক্রিয়ার) গতিদান {গত (হসন্ত হবে) = গতি, এভাবেই বলি, করি, ধরি ইত্যাদি} তার তথ্যটা আমাদের হ্রস্ব- সম্পর্কে আরও নিবিড় হবার সুযোগ করে দিয়েছে

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন