সমার্থক শব্দ / শুবাচ

সমার্থক শব্দ

১। অগ্নি_আগুন, অনল, পাবক, হুতাশন।
২। গগন_শূন্য, সম্বর, অম্বর, আসমান, আকাশ।
৩। পৃথিবী_ভূ, অবনী, বসুন্ধরা, ধরিত্রী, ধরণী।
৪। সূর্য_তপন, দিবাকর, রবি, অরুণ, দিনমণি।
৫। রাত্রি_রাত, নিশা, নিশি, রজনী, বিভাবরী, যামিনী।
৬। সমুদ্র_জলধি, অর্ণব, সিন্ধু, সাগর, বারিধি, পারাবার।
৭। ইচ্ছা_অভিপ্রায়, অভিলাষ, আকাঙ্ক্ষা, সাধ।
৮। ঈর্ষা_হিংসা, পরশ্রীকাতরতা, বিদ্বেষ, দ্বেষ।
৯। কিরণ_দীপ্তি, জ্যোতি, প্রভা, রশ্মি, অংশুমালা, কর, আলো।
১০। অন্ধকার_তিমির, আঁধার, তমসা, তমিস্র।
১১। আঁখি_চক্ষু, নয়ন, নেত্র, লোচন, অক্ষি, দৃষ্টি, চোখ।
১২। ঈশ্বর_বিধাতা, আল্লাহ, খোদা, প্রভু, জগদ্বীশ্বর, স্রষ্টা
১৩। কন্যা_মেয়ে, দুহিতা, নন্দিনী, দুলালী, ঝি, তনয়া, আত্মজা।
১৪। খবর_তথ্য, বার্তা, সংবাদ, সন্দেশ।
১৫। গৃহ_আবাস, নিকেতন, নিলয়, আলয়, নীড়।
১৬। পাখি_বিহঙ্গ, খেচর, পক্ষী, খগ।
১৭। বন_অরণ্য, অটবি, জঙ্গল, গহন, কানন।
১৮। মা_জননী, গর্ভধারিণী, আম্মা, মাতা।
১৯। সাপ_সর্প, আশীবিষ, নাগ, ভুজঙ্গ, অহি।
২০। হাতি_দ্বিপ, গজ, ঐরাবত, করী, কুঞ্জর।
২১। পুত্র_তনয়, সুনন্দন, আত্মজ, সূত, ছেলে।
২২। বৃক্ষ_গাছ, বিটপী, উদ্ভিদ, তরু।
২৩। পাথর_পাষাণ, প্রস্তুর, রত্ন, শিলা।
২৪। কমল_পদ্ম, সরোজ, উৎপল, পঙ্কজ, শতদল।
২৫। নারী_ললনা, কামিনী, রমণী, ভামিনী, ভামী।
২৬। নদী_তটিনী, প্রবাহিনী, স্রোতস্বিনী, তরঙ্গিনী, গাঙ।
২৭। কোকিল_পরভূত, বসন্ত দূত, কলকণ্ঠ, পিক।
২৮। ঢেউ_ঊর্মি, তরঙ্গ, লহরী, লহর।
২৯। হাত_হস্ত, বাহু, কর।
৩০। রাজা_নরপতি, ভূপতি, নৃপতি, শাসক, ভুপাল।
৩১। দিন_দিবা, অহ, অহ্ন, দিবস।
৩২। আলো_প্রভা, বিভা, কিরণ, দীপ্তি।
৩৩। স্বর্গ_দেববাস, জান্নাত, দ্যুলোক, নন্দনকানন, দেবলোক।
৩৪। নরক_জাহান্নাম, দোজখ।
৩৫। ঘোড়া_অশ্ব, তুরঙ্গ, বাজী, তুরগ।
৩৬। বাতাস_অনিল, পবন, সমীর, মারুত।
৩৭। আনন্দ_পুলক, হর্ষ, উল্লাস, আমোদ।
৩৮। কোকিল_পরভৃত, পিক, বসন্ত দূত, কলকণ্ঠ।
৩১। অতিথি_অভ্যাগত, নিমন্ত্রিত, গৃহগত, আগন্তুক
৪০। মাটি_মৃত্তিকা।
৪১। বাবা_পিতা, জনক, জন্মদাতা।
৪২। চাঁদ_শশধর, শশী, ইন্দু, হিমাংশু।
৪৩। পানি_অম্ভু, সলিল, দৈক, নীর।
৪৪। মেঘ_নীরদ, অভ্র, বারি।
৪৫। তপসা_বিদ্যুৎ, সৌদামিনী, বিজলী, তড়িৎ।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন