বিলম্বিত ও প্রলম্বিত / ড. মোহাম্মদ আমীন - শুবাচ


বিলম্বিত/ প্রলম্বিত


বিলম্বিতএবংপ্রলম্বিতদুটি ভিন্ন শব্দ। অনেকে শব্দ দুটি সমার্থক মনে করেন। কিন্তু শব্দদ্বয় সমার্থক নয়।
বিলম্বিতক্রিয়াজাত বিশেষণ। লম্ব হতে লম্বিত এবং লম্বিত হতে বিলম্বিত শব্দের উৎপত্তি। কোন কিছু দেরিতে ঘটছে এমনটি বুঝানোর জন্যবিলম্বিতশব্দ ব্যবহার করা হয়।
যেমন: বিলম্বিত চিকিৎসা রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনাকে জটিল করে তোলে।

অন্যদিকে দীর্ঘস্থায়ী বা বর্ধিষ্ণু বুঝানোর জন্যপ্রলম্বিতশব্দটি ব্যবহার করা হয়।
যেমন: বিলম্বিত চিকিৎসা প্রলম্বিত রোগের উৎস। অশিক্ষা ব্যক্তি জাতির উন্নয়নকে প্রলম্বিত করে।

নারায়ণ চন্দ্র দাসের ভাষায়, প্রথমটি বিশেষভাবে বা বিপরীতভাবে লম্বিত, দ্বিতীয়টি সম্যকরূপে বা প্রকৃষ্টরূপে লম্বিত অর্থাৎ 'বি' 'প্র' উপসর্গদুটির ভিন্ন ভিন্ন অর্থই শব্দদুটিকে ভিন্নার্থবোধক করে তুলেছে

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন